বাংলাদেশের খবর

আপডেট : ২৬ নভেম্বর ২০২০

ডিআরইউ স্পোর্টস কার্নিভাল

বর্ষসেরা ক্রীড়াবিদ বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল


তুখোড় নৈপুণ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল।

গতকাল বুধবার সাগর-রুনি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীসহ অন্যরা। ডিআরইউ স্পোর্টস কার্নিভালে চারটি ইভেন্টে অংশ নিয়ে তিনটিতে চ্যাম্পিয়ন হন চঞ্চল। ইভেন্টগুলো হলো আরচারি, শুটিং ও ১০০ মিটার স্প্রিন্ট। টেবিল টেনিস এককে হন তৃতীয়।

পয়েন্টের ভিত্তিতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে ছিলেন চঞ্চল। ফলে অনুমিতভাবে প্রথমবারের মতো প্রবর্তিত বর্ষসেরা ক্রীড়াবিদের ক্যাটাগরিতে বাজিমাত করেন বাংলাদেশের খবরের এই স্পোর্টস রিপোর্টার। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১