বাংলাদেশের খবর

আপডেট : ২৬ নভেম্বর ২০২০

বেতন বৈষম্য

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য কর্মকর্তাদের কর্ম বিরতি পালন

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ভূরুঙ্গামারীতে সিএইচসিপিদের কর্ম বিরতি পালন ছবি : বাংলাদেশের খবর


বেতন বৈষম্য নিরসনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে।

বাংলাদেশ হেলথ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা আজ বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্ম বিরতি কর্মসুচি পালন শুরু করে।

কর্ম বিরতি পালন কালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ভূরুঙ্গামারী শাখার সভাপতি কামরুল হাসান রোকন জানান, আমাদের তিনটি দাবি। দাবিগুলো হলো স্বাস্থ্য পরির্দশকের পদ ১১তম গ্রেডে উন্নিত করা, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের পদ ১২তম গ্রেডে উন্নিত করা এবং স্বাস্থ্য সহকারীদের পদ ১৩ তম গ্রেডে উন্নিত করা। সেই সাথে বেতন বৈষম্য দূর করে নিয়োগ বিধি সংশোধন করা।

কর্ম বিরতি পালনকারীরা হতাশা প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রী ঘোষণা এবং স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও প্রতিশ্রুতির পরেও আমাদের পদগুলো কাঙ্খিত গ্রেডে উন্নিত হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্ম বিরতি চালিয়ে যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১