বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০২০

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদকসহ ১৩ প্রার্থী বিজয়ী


মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সতন্ত্র প্রাথী অ্যাডভোকেট মিয়াজান আলী সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ ১৫টি পদের বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৩ প্রার্থী বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশনার এ্যাড.বিমল বাবু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম মোস্তফা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম-২, মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এহান এহান উদ্দিন মনা, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে,এ এস এম এম হাসানুল্লা, সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মখলেছুর রহমান খান (স্বপন),সাইফুল ইসলাম সাহেব, আরিফুজ্জামান, সেলিম রেজা,শফিউল আযম খান(বকুল),খুরশিদা খাতুন ও হাসান মাহবুবুর রহমান, বিজয়ী হয়েছেন।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এক ঘন্টা জুম্মার নামাজের বিরতি দিয়ে বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলে। এদিকে প্রতিবারের মত এবারও আওয়ামীলীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। ১২৫ জন ভোটারের মধ্যে ১০৭ জন আইনজীবী তাদের ভোট প্রয়োগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১