বাংলাদেশের খবর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০

সখীপুরে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা


টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তুলা মিয়া নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিয়া গ্রামের ভন্ডেশরপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থ দণ্ডাদেশ দেন।

জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ভন্ডেশরপাড়া গ্রামের তুলা মিয়া সরকারি খাস জমি থেকে ভেকু বসিয়ে মাটি কেটে নিজের জমি ভরাট করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। এসময় তুলা মিয়াকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ দণ্ড দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১