বাংলাদেশের খবর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন


সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে নেত্রকোণার কলমাকান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে কলমাকান্দা সরকারি কলেজ এর শিক্ষক কর্মচারীরা ওই প্রতিষ্ঠানের সামনে সড়কে এ  মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

কলমাকান্দা সরকারি কলেজ এর অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক, প্রভাষক গোলাম কিবরিয়া স্বপন, প্রভাষক হাফিজ মোহাম্মদ সিদ্দিক ও প্রভাষক অপূর্ব  কান্তি তালুকদার প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক  নজরুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকী,
প্রভাষক আ,ক, ম জাহিদুল হক, প্রভাষক সুমন চন্দ্র সরকার, প্রভাষক প্রণয় কুমার তালুকদার , প্রভাষক রাজন কুমার সাহা, প্রভাষক স্বাগতা ভৌমিক ,প্রভাষক মিলন দে, প্রভাষক ফেরদৌসী বেগম, প্রভাষক সমীর চৌধুরিসহ কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
  
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার। এ ব্যাপারে কারও কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে না। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করেছে, সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত করা। তারা আরও বলেন, একাত্তরের বিরোধী শক্তি, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে এবং রাতের অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১