বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০

কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে শিখ পুরোহিতের আত্মহত্যা


ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে আত্মহত্যা করেছেন এক শিখ পুরোহিত।

গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে হরিয়ানা রাজ্যের গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং সোনিপাত সীমান্তে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানা থেকে দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যোগ দেন বাবা রাম সিং।

আত্মহত্যার আগে তিনি একটি নোট রেখে যান। তাতে তিনি লিখেছেন, সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও ব্যাথা প্রকাশ করতেই আত্মহত্যা করছেন তিনি। এই ঘটনায় আন্দোলনে যোগ দেয়া লাখ লাখ কৃষকের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

বাবা রাম সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আকালি দলের নেতা সুখবির বাদলসহ অনেকেই। এদিকে, আজ কৃষক-সরকার সংঘাত মেটাতে শুনানি হবে সুপ্রিম কোর্টে।

কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে কৃষকেরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১