বাংলাদেশের খবর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কিশোরের মুত্যু


নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলামাকান্দা থানায় এক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত কিশোর উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের কৃষক  মো. সোলায়মান মিয়ার ছেলে এবং তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে কৃষি কাজে ব্যবহৃত নিজেদের সাব-মারসিবল পাম্প চালনার জন্য পাম্পের কাছে যায়। বাড়িতে আসতে দেরি দেখে নিহতের মামা রিপন মিয়া (৩৫) পাম্পের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইকরামুল হক  জানান, হাসপাতালে আনার পূর্বেই জীবন মিয়ার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সত্যতা  নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে  জানান ওই পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১