বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০

নাট্যকার মান্নান হীরা আর নেই


নাট্যকার মান্নান হীরা আর নেই। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান (ইন্না ল্লিাহি....রাজিউন)।

আরণ্যক নাট্যদলের অন্যতম সদস্য তাজু কামরুল ও অভিনেতা শতাব্দী ওয়াদুদ এমন তথ্য নিশ্চিত করেন।

মান্নান হীরা পথ নাটক আন্দলনের সাথে যুক্ত ছিলেন আজীবন। তিনি পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।

২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১