বাংলাদেশের খবর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০

৩০ ডিসেম্বর গনতন্ত্রের কালো অধ্যায় : এলডিপি


২০১৮ সালের ৩০ ডিসেম্বরকে গনতন্ত্রের কালো অধ্যায় হিসাবে আখ্যায়িত করে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি৷ নির্বাচন কমিশনও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি৷

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, সরকার তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে এখন মানুষকে কথাও বলতে দিচ্ছে না৷ মত প্রকাশের স্বাধীনতা নেই৷ সভা সমাবেশের অধিকার কেড়ে নিচ্ছে৷ তাই গণ অভ্যুত্থানের মাধ্যমেই অধিকার ফিরে আসবে৷ এখন মানুষের ভোট দেয়ার অধিকারই কেড়ে নেয়া হয়েছে৷ তাই ক্ষমতায় টিকে থাকতে প্রতিবাদের অধিকারও কেড়ে নেয়া হচ্ছে৷

নেতৃদ্বয় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক কলঙ্কিত নির্বাচন। এমন কলঙ্কজনক নির্বাচন দেশের ইতিহাসে আর হয়নি। নজিরবিহীন ভুয়া ভোটের এ নির্বাচনের আগের রাতে প্রশাসনের সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল।

তারা বলেন, ৩০ ডিসেম্বর দেশের নাগরিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সংবিধান অমান্য করে গণতন্ত্রের মূলনীতির প্রতি অবমাননা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১