বাংলাদেশের খবর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০

প্রেমে বাঁধনে বাঁধন


লাক্স তারকা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন কাউকে মন দিয়েছেন নাকি নতুন করে ঘর বাঁধছেন- বিস্ময়সূচক এমন অনেক কৌতূহল মনে এলেও সত্যিটা অন্যরকম।

আসলে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির একটি ছবিতে অভিনয় করছেন বাঁধন। বাংলাদেশের জনপ্রিয় লেখক নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন সৃজিত।

থ্রিলার ও অ্যাডভেঞ্চারধর্মী সেই উপন্যাস নিয়ে নির্মিতব্য ওয়েব সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী চরিত্রে ধরা দেবেন বাঁধন।

সিরিজটিতে খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরূপণ চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করছেন।

নতুন প্রেম সম্পর্কে সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে বাঁধন বলেন, আমি মুশকান জুবেরীর প্রেমে হাবুডুবু খাচ্ছি। এখনো প্রেমেই পড়ে আছি। এই চরিত্রটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। যখন প্রথম পড়েছি তখনই মজে গিয়েছিলাম চরিত্রে। খুব সুন্দর একটা চরিত্র।

‘মুশকান জুবেরী’ চরিত্রটিই যদি হয় অভিনেত্রীর নয়া প্রেম তবে ভক্ত-অনুরাগীদের অন্য কিছু ভাবার কোনো কারণ নেই আপাতত।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর কানাডা প্রবাসী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। বছর চার পরে ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। আদালত গড়িয়ে ২০১৮ সালের এপ্রিলে এই দম্পতির একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পান বাঁধন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১