বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১

কুলিয়ারচরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ


কিশোরগঞ্জের কুলিয়ারচরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকালে ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচরের ছয়সুতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মালবাহী একটি ট্রেনে করে যন্ত্রাংশ ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি স্টেশনে নেয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে ট্রেনটি ছয়সুতি এলাকা অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পর ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হচ্ছে।

ভৈরব স্টেশনের স্টেশনমাস্টার একেএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১