বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১

সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের আরেক মামলায় যাবজ্জীবন


নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর হোসেনকে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও চাঁদাবাজির একটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

তার আগে সকালে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো: সালাহ্ উদ্দীন (সুইট) রায়ের সত্যতা নিশ্চিত করেন। এসময় একই আদালতে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলার শুনানি হয়।

নূর হোসেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত হাজি বদ্দর উদ্দিনের ছেলে । তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আলোচিত সাত হত্যা মামলার প্রধান আসামি।

আদালত সূত্র জানায়, অলোচিত সাত খুনের পর নূর হোসেনের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জমা দিতে বলেন জেলা প্রশাসন। কিন্তু নূর হোসেন জমা না দিয়ে দেশের বাইরে পালিয়ে যায়। পরে ২০১৪ সালে তার বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন তার বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১