বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১

কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই


সাতক্ষীরার কলারোয়ায় আগামী ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বামী-স্ত্রী।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নাসরিন সুলতানা মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। এমমনকি ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে।

স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার কৌতুহলী ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে। যদিও আগামী ১০ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। পৌরসভার বিভিন্ন এলাকার চায়ের দোকান, রেস্টুরেন্ট, কফিশপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচ্য বিষয় স্বামী-স্ত্রীর প্রার্থী। স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন? নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রশ্নের জবাবে আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলাম। তবে উভয়ের প্রার্থিতা বৈধ হওয়ায় আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকতে চায়।

এ বিষয়ে সাবেক মেয়র আক্তারুল ইসলাম জানান, প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১