বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১

শৈলকুপায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা


ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় লিয়াকত আলী বল্টু নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। 

গতকাল বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের গলিতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতা বল্টু আসন্ন পৌর নির্বাচনে শৈলকুপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই ও উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

নিহত আওয়ামী লীগ নেতা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমানে কবিরপুরে বসবাস করতেন ও স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তিনি।

পুলিশ জানায়, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় একদল সন্ত্রাসীরা বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। 

বল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বল্টু নামে একজন মারা গেছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১