বাংলাদেশের খবর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১

সারিয়াকান্দিতে দু’টি দোকান ভস্মীভূত, লক্ষ টাকার ক্ষতি


বগুড়ার সারিয়াকান্দিতে দু’টি কনফিকশনারী দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ঘটিকায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন আপন মানি ও শুভ্রত কনফেকশনারী দোকানে আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক দুর্ঘটনায় পথে বসেছে দু’টি পরিবার।

মৃত কনকন এর স্ত্রী জানান, এই দোকানের মাধ্যমে আমাদের এতিম চার সন্তানের ভরণ পোষণ চলছিল, এখন আমরা কিভাবে চলব? আমাদের দোকানে আগুন লেগে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

শ্রুভ্রত জানান, রাত সাড়ে সাতটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে আমার এক বন্ধু দোকানে আগুন লাগার খবর জানায়। খবর পেয়ে ছুটে এসে দেখি পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগীতায় বালি-পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই দোকানের সামন্য বেচাকেনাতে আমার ও ছোট বোনের পড়ালেখার খরচের পাশাপাশি মা’কে নিয়ে কোনোমতে জীবন যাপন করছিলাম। আগুনে পুড়ে তা বন্ধ হয়ে গেলে, এখন আমরা কিভাবে বাঁচব? দুটি পরিবারের দাবি এটি বৈদ্যুতিক ত্রুটি থেকে ঘটেনি। নতুন করে ঘুরে দাড়ানোর জন্য সরকারিভাবে সহযোগীতা চেয়েছেন পরিবার দু’টি।

৮নং ওয়ার্ড সদস্য মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকৃতঅর্থে পরিবার দু’টি অত্যন্ত গরীব। তাদের কে সরকারিভাবে আর্থিক সহযোগীতার প্রয়োজন। কুতুবপুর ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো কিছু জানা যাইনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১