বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১

ছয় ঘন্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক


ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে লক্ষীপুর থেকে ছেড়ে আসা তিনটি ফেরি মাঝনদীতে ছয় ঘণ্টা আটকে থাকাপর সোমবার সকাল ১১টায় ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো: ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, মধ্যরাতে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কনকচাঁপা, কৃষাণী ও কলমিলতা নামের তিনটি ফেরি অর্ধশতাধিক যানবাহন নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট এর উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিগুলো দিকনির্ণয়ে ব্যর্থ হয়। তাই দুর্ঘটনা এড়াতে ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পাশাপাশি ছেড়ে আসা তিনটি ফেরি মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১