বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২১

ক্যারিবীয়দের ১২২ রানেই আটকে দিল বাংলাদেশ


সাকিব-মুস্তাফিজ-হাসান মাহমুদের বোলিং তোপে বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অল-আউট করে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সুনিল আমব্রিসকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। এরপর বৃষ্টির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরু হলে দ্বিতীয় আঘাত হানেন কাটার মাস্টার, ফেরান ৯ রান করা জসুয়া ডি সিলভাকে।

শুরুতেই বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজকে আরও ব্যকফুটে ঠেলে দেন সাকিব আল হাসান। একে একে ফেরান ম্যাকার্থি, জেসন মোহম্মদ আর বোনারকে। ৫৬ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়দের হয়ে প্রতিরোধ গড়েন মায়ার্স আর পাওয়েল। দুজনের ফিফটি পার্টনারশিপে শতরানের কোটা পেরোয়া উইন্ডিজ।

তবে, এরপর অভিষিক্ত হাসান মাহমুদের তিন উইকেটে বেশি দূর যাওয়া হয় নি ক্যারিবিয়দের। গুটিয়ে গেছে ১২২ রানে। ৪ উইকেট নিয়েছেন সাকিব, ৩ শিকার অভিষিক্ত হাসান মাহমুদের। 
 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১