বাংলাদেশের খবর

আপডেট : ২০ জানুয়ারি ২০২১

মনোহরগঞ্জের হাসনাবাদে সেতুর বেহাল দশা


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়নের প্রধান সড়কটির বুক চিরে ডাকাতিয়া নদী প্রবাহিত হচ্ছে। মূল প্রবেশ পথের সেতুটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এতে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে প্রতিদিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি তৎকালীন নব্বইয়ের দশকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে। বর্তমানে সেতুর মাঝ খানে একটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে সেতুটি ঝুকিপূর্ণ হওয়ার পাশাপাশি স্থানীয় জনসাধারণের চলাচলের সমস্যা হচ্ছে।

সেতুটি পার হয়ে হাসনাবাদ বাজারে বাজারে প্রায় চার ইউনিয়নের মানুষের জনসমাগম। এ ছাড়াও পাশের অঞ্চল নোয়াখালী এবং চাঁদপুরের প্রধান সড়কের কুমিল্লার মূল যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়কের এই সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। তাই এটি সংস্কারের দাবী এলাকাবাসীর।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সর্দারের সাথে কথা হলে তিনি জানান, এটি আমাদের উন্নয়ন প্রকল্পের আওতাধীন। খুব শীগরিই এটি সংস্কার হবে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১