বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার আদালতে রিজেন্টের শাহেদের বিচার শুরু


ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক সাতক্ষীরার শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামি ৩ ফেব্রুয়ারি এ মামলার  সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আজ বৃহস্পতিবার শাহেদকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে  হাজির করা হয়।  জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তার উপস্থিতিতে  এই অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হল।

উল্লেখ্য, বিভিন্ন প্রতারণার অভিযোগে আইনশৃংখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে শাহেদ  করিম গত ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটার কোমরপুর এলাকার একটি খাল  থেকে নৌকায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাকে বোরকা পরিহিত  অবস্থায় একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এই মামলাসহ বেশ কয়েকটি  মামলায় শাহেদ করিম সেইসময় থেকে গ্রেপ্তার রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১