বাংলাদেশের খবর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১

সুবর্ণজয়ন্তীতে আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল: পরিকল্পনামন্ত্রী


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার রাজধানী উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ১৬ ডিসেম্বর যাত্রীসহ মেট্রোরেল চালু করা হবে। এমআরটি-৬ নামের মেট্রোরেলটি উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার পথে চালু হবে।

তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের ওপর জনগণের আস্থা রয়েছে। এটা আমার আশা-প্রত্যাশা, আমার অভিলাষ-ইচ্ছা।

এমএ মান্নান বলেন, ‘এখানে যারা কাজ করেন, তাদের কাছে অনুরোধ, আপনারা ভালোভাবে কাজ করে বিজয় দিবসের আগে এর কাজ শেষ করবেন।

এ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত থাকলেও নতুন লক্ষ্য অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যেই পুরো মেট্রোরেলের কাজ শেষ করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

তিনি বলেন, ‘নতুন লক্ষ্য অনুযায়ী কোভিড-১৯-এর কারণে প্রকল্পটির যেসব বিশেষজ্ঞ ও পরামর্শক নিজ নিজ দেশে গিয়ে আটকা পড়েছেন, তাদের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে অনেকে প্রকল্প এলাকায় কাজে ফিরেছেন। মেট্রোরেলের কাজ প্রায় ৫৬.৯৪ শতাংশ শেষ হয়েছে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১