বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১

আলুর বস্তায় মিলল ২৪৮ বোতল ফেনসিডিল


২৪৮ বোতল ফেনসিডিল সহ ঠাকুরগাঁওয়ে মামুন নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গতকাল বুধবার ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় নৈশকোসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থেকে ঢাকায় ফেনসিডিল হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ডে এলাকায় গাড়িটি গতিরোধ করে পুলিশের একটি টিম। তল্লাশি চালালে গাড়ির পেছনের লকারে থাকা আলুর বস্তাতে ২৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে সেই বস্তার মালিককে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আটককৃত মামুন প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১