বাংলাদেশের খবর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১

বিমানে আগুন, আছড়ে পড়ল ইঞ্জিনের ধ্বংসাবশেষ


উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর জরুরি অবতরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডোর রাজধানী ডেনভারে যাত্রীবাহী একটি বিমানের ইঞ্জিনের ধ্বংসাবশেষ ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এ সময় স্থানীয়দের মধ্যে প্রচণ্ড আতঙ্ক দেখা গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং৭৭৭ এর একটি বিমানে এ ঘটনা ঘটে। বিমানে ২৩১ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। ইঞ্জিনে আগুন লাগলেও সেটি ডেনভার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিমানের ইঞ্জিনের ধ্বংসাবশেষের টুকরো বিক্ষিপ্তভাবে ডেনভারে আছড়ে পড়ার দৃশ্য ভিডিও ধারণ করেছেন স্থানীয়রা। এতে দেখা যায়, ডেনভারের আকাশে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর পাইলট সেখানকার বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছেন। এ সময় বিমানের ইঞ্জিনের ধ্বংসাবশেষ ওই এলাকায় আছড়ে পড়ছে। বিমানের যাত্রীরা বলেছেন, বিমানটি উড্ডয়নের পরপরই তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৩২৮ হনলুলুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের পর বিমানের ডানপাশের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানের যাত্রী ডেভিড ডিলুসিয়া মার্কিন সংবাদমাধ্যম এপিকে বলেন, বিমানের পাইলট বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। অত্যন্ত দ্রুতগতিতে সেটি নিচে নামতে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১