বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১

ইবির হল খোলার দাবি


আবাসিক হলসমূহ দ্রুত খুলে দেওয়ার একদফা দাবিতে অনড় ঢাবি, জাবি, রাবি, ইবি, শাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

একইসঙ্গে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। গতকাল সকালে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইবি শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ও শেখ রাসেল হলের সামনের গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় ‘লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’, ‘একদফা একদাবি, হল কবে খুলে দিবি’, ‘শিক্ষক-কর্মকর্তা ভেতরে, আমরা কেন বাহিরে’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’, ‘আমার হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১