বাংলাদেশের খবর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত টাইগার উডস


অল্পের জন্য রক্ষা পেয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোসা ভার্দাসের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে টাইগার উডসের গাড়ি।

দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন গল্ফার। লস অ্যাঞ্জলসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন টাইগার। তার অস্ত্রোপচার চলছে বলে জানা যাচ্ছে। তবে গলফার আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্ট শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে রোলিং হিলস এস্টেট ও র‍্যাঞ্চো পালোন ভার্দাসের সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে টাইগারের গাড়ি। দুর্ঘটনার জেরে গাড়িটি চুরমার হয়ে গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধারের সময় টাইগারের জ্ঞান ছিল। এরপর টাইগারকে হাসপাতালে ভর্তি করা হয়। টাইগারের দু'পায়েই আঘাত লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তিনি বিপন্মুক্ত এবং স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১