বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৪০৮ জনে। একই সময় দেশের ২১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৩৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় ৮১৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ জনের মৃত্যুর খবর জানানো হয়। আর গতকাল ১২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ৪০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকালের তুলনায় আজ রবিবারের পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায় ২৪ ঘন্টার ব্যবধানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের সংখ্যা সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এছাড়া গতকাল সুস্থ হয় ৬০৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১