বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে গত ২২ দিনে করোনার টিকা নিয়েছেন ১০৩৫৬ জন


গত ৭ ফেব্রুয়ারি থেকে আজ ২৮ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত গত ২২ দিনে শ্রীমঙ্গল উপজেলায় ১০ হাজার ৩৫৬ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৩২৯ জন এবং মহিলা ৪ হাজার ২৭ জন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আজ ২৮ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত করোনার টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৩ হাজার ৫০ জন। 

তিনি বলেন, কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলমান থাকবে এবং টিকা প্রদান কর্মসুচিও অব্যাহত থাকবে। 

সুত্র জানায়, শ্রীমঙ্গলের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১