বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মার্চ ২০২১

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ


কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে বিটিআরসির সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার নিয়োগ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের এবং কমিশনার মো. জহুরুল হকের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে, অবিলম্বে কার্যকর হবে।

মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১