বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মার্চ ২০২১

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু 


আশুলিয়া নরসিংহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোনায়েম নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রোববার (৭মার্চ) সকালে বাইপাইল-আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় এই দ‍ুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মোনায়েম আশুলিয়া শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে ঘাতক পরিবহনটিও সনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১