বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মার্চ ২০২১

বার্সার দুরন্ত জয়


বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান আগেই বলেছিলেন, অন্যদের ফলাফল যাই হোক না কেন, সবার আগে নিজেদের ম্যাচ জিতে রাখতে হবে। কোচের কথার মান রাখলেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল না পেলেও, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। এতেই মিলেছে সহজ জয়।

শনিবার রাতে ওসাসুনার মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। পরদিনই মাদ্রিদ ডার্বি, তাই শনিবারের ম্যাচটি জিতে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছে বার্সেলোনা। দলের জয়ে গোল দুইটি করেছেন জর্দি আলবা ও ইলাইস মরিবা। দুটি গোলেই এসিস্ট করেছেন লিওনেল মেসি। এছাড়া গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্ক টের স্টেগান। ম্যাচের ৩০ মিনিটের মাথায় মেসির নিখুঁত ক্রসে জালের খুব কাছে পেয়ে যান জর্দি আলবা। সেখান থেকে বুলেট শটে প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো সুযোগই দেননি স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র তিন মিনিটের মাথায় জোরাল শট নেন মেসি। তবে সেটি ফিরিয়ে দেন হেরেরা, গোলবঞ্চিত থাকতে হয় বার্সা অধিনায়ককে। মিনিট বিশেক পর পোস্ট ঘেঁষে চলে যায় মেসির ফ্রি কিক। ফলে বাড়েনি ব্যবধান। তবে শেষপর্যন্ত আর বার্সাকে আটকে রাখতে পারেননি ওসাসুনার গোলরক্ষক। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে মেসির পাস থেকে বাম পায়ের বুলেট গতির শট নেন ইলাইস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১