বাংলাদেশের খবর

আপডেট : ০৮ মার্চ ২০২১

নারীদের অধিকার আদায়ের যোগ্যতা অর্জনে শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী


নারীদের অধিকার আদায় করতে হলে যোগ্যতা অর্জন করতে হবে আর তাই নারীদের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করেই নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। নারীদের সুরক্ষার জন্যও নানা ধরণের আইন প্রণয়ন করলেও বিএনপি জামাত সরকার এসে এসব খর্ব করে দেয় । এরপর নারীদের উন্নয়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকারপ্রধান।

শেখ হাসিনা জানান, কর্মজীবী মায়েদের সন্তানের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করে দিয়েছে সরকার। জয়িতা ফাউন্ডেশনের পণ্য উৎপাদনের পাশাপাশি বাজারজাতকরণের বিষয়েও জোর দেন তিনি।

শেখ হাসিনা জানান, 'আমার বাড়ি, আমার খামার' প্রকল্পে নারীদের বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। মুজিববর্ষে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে সশস্ত্রবাহিনীতে থেকে শুরু করে সব জায়গায় নারীরা এখন কাজ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীরা তুলনীয় ভূমিকা রাখছে বলেও জানান তিনি।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১