বাংলাদেশের খবর

আপডেট : ১০ মার্চ ২০২১

কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগ


নেত্রকোণার  কলমাকান্দায়  ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে  ওই সম্প্রদায়ের বাইক চালক সোহাগ নংমিনের  বিরুদ্ধে । অভিযুক্ত আসামীকে এ প্রতিবেদন লেখা পযন্ত এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

এ ঘটনাটি ঘটে কলমাকান্দায় সীমান্তবর্তী  ক্ষুদ্র নৃগোষ্ঠী এলাকার মনগড়ায় সাবিত্রী নংমিনের পতিত ভিটায় । ওই ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে গত বৃহস্পতিবার কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ধর্ষক সোহাগ নংমিন (৩২) কলমাকান্দা  উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী  বড় মনগড়া গ্রামের বলাম মান্দার ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালায়।

স্থানীয় ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, ১ মার্চ সোমবার সন্ধ্যায় রংছাতি  ইউনিয়নের সীমান্তবর্তী কান্দাপাড়া গ্রামে এক বান্ধবীর নিমন্ত্রণে তার আরেক বান্ধবীকে নিয়ে বেড়াতে যান । পরে দাওয়াত খেয়ে বান্ধবীকে নিয়ে ভিকটিম ভাড়ায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি উদ্দেশ্য  রওনা দেন। পথিমধ্যে বটতলা গ্রামের  রাশিদুলের বসত বাড়ির পশ্চিম পার্শ্বে  সাবিত্রী নংমিনের পতিত জমিতে গাড়ি থামান এবং ধারালো অস্ত্র দেখিয়ে নির্যাতিতার  বান্ধবীকে চলে যেতে বাধ্য করেন এবং এ ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করেন। পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে মারপিট করে চালক সোহাগ ভিকটিমকে ধর্ষণ করেন। নির্যাতন শেষে সোহাগ তার ব্যবহৃত মোবাইল  ছিনিয়ে নেওয়ার সময় চিৎকার করলে স্থানীয়  লোকজন এসে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সোহাগ মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নিজ বাড়ীতে ফিরে  ঘটনা প্রকাশ না করলেও  অস্বাভাবিক আচরণে ভিকটিমের পরিবারের লোকজন সন্দেহ করে এবং জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা জানান। এদিকে মামলা দায়েরের পর বাদীর পরিবারের লোকজনদের বিভিন্ন হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এবিষয়ে স্থানীয় ইউপির সদস্য মো. জামাল উদ্দিন ধর্ষণের ঘটনায অভিযুক্ত সোহাগকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।  এ ঘটনায় এলাকাবাসীরা সর্বোচ্চ শাস্তি দাবি করে সুষ্ঠু বিচার চেয়েছেন ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. সুলতান আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,  প্রাথমিক ভাবে ধর্ষণের ঘটনা সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের শারিরীক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত মেডিকেল রিপোর্ট হাতে পায়নি।  ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে। উভয়ই পরস্পরের আত্মীয়। হন। তবে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১