বাংলাদেশের খবর

আপডেট : ১০ মার্চ ২০২১

ঘরে আটকে রেখে গভীর রাতে কৃষকের জমি দখলের অভিযোগ


লক্ষ্মীপুরের টুমচরে এক কৃষককে নিজ ঘরে আবদ্ধ রেখে ঘরের বাইরে তালা দিয়ে ওই কৃষকের জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা নাছির মাঝি বিরুদ্ধে। একই সময় তার দলবল নিয়ে ওই জমিতে জোরপূর্বক বসত ঘর নির্মাণ করে সে। এ সময় ঘরে থাকা কৃষক ও তার পরিবারকে হুমকি-ধমকি দিলে পরিবারের নারী সদস্যদের মাঝে আতংক বিরাজ করে। পরে ৯৯৯-এ মোবাইল ফোন করে অভিযোগ করলে লক্ষ্মীপুর সদর থানা উপ-পরিদর্শক আবুল বাশার ও উপ-পরিদর্শক আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে কৃষক পরিবারদের আবদ্ধ ঘর থেকে উদ্ধার করে। এসময় নাছির গং দলবল নিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত নাছির উদ্দিন মাঝি সদর উপজেলার টুমচর ইউনিয়নর মৃত আব্দুল হাসেমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপ-পরিদর্শক আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আবদ্ধ ঘর থেকে তাদের উদ্ধার করি এবং পরিস্থিতি শান্ত করতে ঘর নির্মাণ না করার জন্য নিদের্শনা দিয়ে আসি।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক ইউছুফ। এঘটনায় প্রতিকার চেয়ে পুলিশ সুপারের নিকট অভিযোগ করেন তিনি।

ইউছুফ অভিযোগ করে বলেন, পৈত্তিক ও খরিদ সূত্রে মালিকানা নিয়ে বিগত ২০ বছর ভোগ দখল করে আসছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন তিনি। বিভিন্ন সময় নাছির মাঝি আমার দখলীয় বসতবাড়ীতে ক্রয় সূত্রে মালিকানা দাবী করে আসছে। অথচ তার কোন ভিত্তি নাই, কিংবা নুন্যতম প্রমানাধি দলিলাদি নেই। সম্পূর্ণরুপে মিথ্যা মালিকানা দাবী করে গত বছরের জানুয়ারীতে সাইড ওয়াল নির্মাণের চেষ্টা করে। আমরা তাতে বাধা দেই। ওই ঘটনায় নাছির মাঝি সদর থানায় ওই বছরের ২৭ জানুয়ারী মিথ্যা মামলা দায়ের করে। থানা ওই মামলা আদালতে প্রেরণ করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে বর্তমানে জামিনে রয়েছেন বলে জানান কৃষক ইউছুফ।

তিনি বলেন, প্রতিকার চেয়ে গত ২৬ জানুয়ারী পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করে কৃষক ইউছুফ। উক্ত কার্যালয় থেকে একাধিকবার নোটিশ করার পর নাছির মাঝি তার সঠিক কাগজপত্রাদি উপস্থাপন করতে ব্যর্থ হয়ে ৬ মার্চ গভীর রাতে জোরপূর্বক তার জমি দখল করে বসত ঘর নিমার্ণ করে নাছির মাঝি ও তার দলব নিয়ে। ভয় ও আতংকে মানবেতর জীবন-যাপন করছে ভুক্তভোগী ইউছুফ ও তার পরিবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাছির মাঝি বলেন, ঐ জমি আমি ইউসুফের চাচার আবুল কালাম এর কাছ থেকে কিনেছি। গত ৩বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জমি পরিমাপ করে আমাকে বুঝিয়ে দিয়েছে। আমার জমিতে আমি ঘর নির্মাণ করেছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১