বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মার্চ ২০২১

সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন


সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে জবাই করে হত্যার দায়ে মুক্তি খাতুন (২১) নামে এক গর্ভধারিনী মাকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।  মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মুক্তি খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও একই গ্র্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে আব্দুল্লাহর সঙ্গে  সালে মুক্তি পারভীনের বিয়ে হয়। তাদের সংসারে মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল নামে এক শিশু সন্তানের জন্ম হয়। ২০২০ সালে শিশুটির বয়স ৯ মাস হয়। এ সময় পরিবারের সকলেই তাকে আদর যত্ন করতে থাকে। ওই বছরের ২৮এপ্রিল রাতে আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। এরপর বাড়ির সকলে তারাবীর নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লার বাড়ি যান। তারাবি নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লার গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এসময় মুক্তি খাতুন পলাতক ছিল। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে মুক্তিকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় দেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১