বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০২১

পূর্বধলায় প্রশাসনের নাগের ডগায় চলছে সীলগালা ইটভাটা


নেত্রকোণার পূর্বধলায় প্রশাসনের নাকের ডগায় চলছে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সীলগালাকৃত ইটভাটা মেসার্স স্টার ব্রিকস। উপজেলার খলিশাউড় ইউনিয়নের প্রতাপপুর গ্রামে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অদৃশ্য শক্তির জোরেই চালিয়ে যাচ্ছে ইটভাটার কাজ। গত ১৮ জানুয়ারি অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বেগম সেতু। মেসার্স স্টার ব্রিকস এর পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রমাণপত্র না থাকায় সকল কার্যক্রম বন্ধ করে সীলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে দেখা গেছে, সীলগালা করার পর একদিনের জন্যও ইটভাটারি তাদের কার্যক্রম বন্ধ করেনি। স্টার ব্রিকসের মালিক আনোয়ারুল হক বাদলের মোবাইল ফোন বন্ধ থাকায় ম্যানেজার মো. কছমউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, “সীলগালা করার পর পরিবেশ অধিদপ্তর থেকে মোবাইলে ডিসি সাহেবকে আমাদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। ডিসি সাহেব পূর্বধলার ইউএনও সাহেবকে বলে আমাদেরকে একটি মৌখিক অনুমতি দেন। চলতি বছরের কার্যক্রম শেষ করে ইটভাটা বন্ধ করে দেব।”

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু জানান, “সীলগালাকৃত ইটভাটাটি কিভাবে চলছে তা আমাদের জানা নেই। তবে এ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো. আবদুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, “সীলগালাকৃত ইটভাটা মেসার্স স্টার ব্রিকস কিভাবে চলছে বিষয়টি তিনি ইউএনও পূর্বধলার সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন।”


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১