বাংলাদেশের খবর

আপডেট : ২১ মার্চ ২০২১

সরকারি সড়ককে পাড় বানিয়ে পুকুর খনন


উপজেলার নিজামপুর গ্রামে সরকারি পাকা সড়ককে পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযোগ উঠেছে। নিজামপুর গ্রামের বিকাশ, বকুল, বিমল, রতুল, সুবল, যুগোল, মদন, আদম, তপন গংরা সরকারি পাকা সড়কটি পাড় বানিয়ে পুরাতন পুকুর পুনঃখনন করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা সড়ককে পাড় বানিয়ে এভাবেই পুকুরটি খনন করা হলে যে কোনা সময় তা পুকুরে বিলীন হয়ে যাবে।

জানা গেছে, ওই গ্রামের সরকারি পাকা সড়কের ধারে প্রায় তিন বিঘার একটি পুরাতন পুকুর রয়েছে। ওই পুকুরের কারণে গত বছর সরকারি সড়ক ধসে যাওয়ায় ওই পুকুরের ধারে সরকারিভাবে সড়ক রক্ষার্থে প্যালাসাইডিংয়ের কাজ করা হয়। হঠাৎ করে গত কয়েকদিন আগে থেকে ওই পুরাতন পুকুর পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। সেখানে সরকারি পাকা সড়ককে পাড় বানিয়ে সড়ক হতে প্রায় ২৫ ফিট গভীর করে পুকুরটি খনন কাজ করা হচ্ছে।

সরকারি সড়ককে পাড় বানিয়ে পুকুর পুনঃখনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের অংশীদার মালিক বিকাশ চন্দ্র বলেন, আমি গ্রামে থাকি না, বাইরে ব্যবসা করি। আমাদের পুরাতন পুকুরটি সংস্কারের জন্য গুলবর নামে এক স্কেবেটর (ভেকু) ব্যবসায়ীকে কনট্রাক্ট দিয়েছি। আপনারা সাংবাদিকরা ভেকু মালিকের সঙ্গে কথা বলেন বলে ফোনটি কেটে দেন তিনি। পুকুর খননকারী ভেকু ব্যবসায়ী গুলবরের কাছে সরকারি পাকা সড়ককে পুকুর পাড় বানিয়ে পুরাতন পুকুর পুনঃখনন করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়েই সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন।

উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও মির্জা ইমাম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি সড়ককে পুকুর পাড় বানিয়ে পুকুর খনন করে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১