বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মার্চ ২০২১

বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ তথ্য কেন্দ্র চালু

নেত্রকোনার কলমাকান্দা থেকে তোলা ফাইল ছবি


দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থানসমূহে প্রাক-মৌসুমি আকস্মিক ঢলের সম্ভাবনা থাকে। এ সময় দেশে বোরো ধান উৎপাদন মৌসুমের কথা বিবেচনা করে ফসলের ক্ষয়ক্ষতি লাঘবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকার জন্য আকস্মিক বন্যার আগাম সতর্কবার্তা প্রণয়ন এবং প্রচার করে। প্রতি বছরের মতো এবারও একটি ‘বন্যা তথ্যকেন্দ্র’ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র দপ্তরে ২১ মার্চ থেকে ১৫ মে সময়কালীন দৈনিক ভিত্তিতে চালু রাখা হয়েছে এবং ২৮ মার্চ হতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র দপ্তরের নিয়মিত ওয়েবসাইট(www.ffwc.gov.bd) এবং আকস্মিক বন্যা পূর্বাভাস ওয়েবসাইটে (geo.iwmbd.com:4003) আগাম সতর্কবার্তাসমূহ নিয়মিত হালনাগাদকরণ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত জনসাধারণ বন্যা আগাম সতর্কবার্তা-সংক্রান্ত তথ্য এখন থেকে জানতে পারবে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকার প্রধান নদ-নদীসমূহের ৩৯টি স্টেশনের পানি সমতল এবং ২৮টি স্টেশনের বারিপাত তথ্য দৈনিক নিয়মিত ভিত্তিতে সংগ্রহ করে বুলেটিন আকারে প্রকাশ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১