বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মার্চ ২০২১

মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত ১২


মোজাম্বিকের পালমায় জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

আন্তার্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মোজাম্বিকের উত্তরাঞ্চলের পালমা নামক স্থানে একটি মাল্টি বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাসের প্রজেক্ট রয়েছে। সেখানে বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করেন। গেল বুধবার ওই প্রজেক্টে হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। এরপর জঙ্গিরা ক্যাবো ডেলগাদো প্রদেশের একটি হোটেলে অন্তত ১৮০ জনকে জিম্মি করে রাখে। আক্রমণ ও জিম্মিদশার বিগত ৩ দিনে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে পলায়নরত একটি গাড়িবহরে সন্ত্রাসীরা গুলি চালালে ৭ জনের মৃত্যু হয়।

‌হোটেলটি থেকে ১০০ জনের বেশি স্থানীয় এবং বিদেশী জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই।

এদিকে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ধারনা করা হচ্ছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১