বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২১

ভ্যাকসিন নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত


পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানান, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আল্লাহ সব কোভিড আক্রান্তদের ওপর সদয় হোন।

জানা গেছে, কয়েকদিন আগেই ডা. আরিফ আলভি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। তার সহধর্মীণি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।

উল্লেখ্য, টিকা নেওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হন। সূত্র : ডন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১