বাংলাদেশের খবর

আপডেট : ০২ এপ্রিল ২০২১

বাংলাদেশে আসবেন বলে আইপিএল বাদ


অস্ট্রেলিয়ার আরো বেশ কয়েকজনের সঙ্গে গতকাল বৃহস্পতিবারই আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল জশ হ্যাজলউডের। তবে শেষ সময়ে জানা গেল, এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি, যেখানে আছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ। আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ে না থেকে তাই পরিবারকে সময় দিতে চান হ্যাজলউড।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল হ্যাজলউডের। গত আসরেও এই দলে ছিলেন তিনি। যদিও ম্যাচ খেলতে পেরেছিলেন কেবল তিনটি।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে গত জুলাই থেকে এখনো পর্যন্ত বেশির ভাগ সময়ই জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড বললেন, আপাতত এই জীবন থেকে মুক্তি চান তিনি।

‘দীর্ঘ ১০ মাস ধরে নানা সময়ে সুরক্ষা বলয়ে ও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। আমি তাই ঠিক করেছি, এখন বিশ্রাম নেব। আগামী মাস দুয়েক অস্ট্রেলিয়াতেই কাটাব। সামনের শীত মৌসুম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর আছে, সেটি শেষে সম্ভবত বাংলাদেশ সফরও আছে।’

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সেটি শেষ পর্যন্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১