বাংলাদেশের খবর

আপডেট : ০৩ এপ্রিল ২০২১

স্বাস্থ্যবিধি মানাতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট: ২৫১ মামলায় ৬২ হাজার টাকা অর্থদণ্ড


মৌলভীবাজার জেলার সকল উপজেলাতে একযোগে  স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সুত্র জানায়, আজ শনিবার ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি না মানার কারণে ২৫১টি মামলায় মোট ৬২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে  উদ্বুদ্ধ করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা, সহকারী কমিশনার(ভূমি)  এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেটরা।  মোবাইল কোর্ট পরিচালনায় সসহযোগীতা প্রদান করেন র‍্যাব-০৯,  শ্রীমঙ্গল ক্যাম্প ও সকল থানা পুলিশ। 

সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলার সকল উপজেলায়  মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১