বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২১

টেলিমেডিসিন সেবা চালু করলো বশেমুরবিপ্রবি


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। কোভিড-১৯ এর সংক্রমন বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব এর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার টেলিমেডিসিন সেবা চালু করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবা গ্রহণের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিম্নলিখিত নম্বরে ফোন করা যাবে। 

ডাঃ অভিষেক বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার, বশেমুরবিপ্রবি- ০১৫৫৮৫৯৬২০৪।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১