বাংলাদেশের খবর

আপডেট : ০৬ এপ্রিল ২০২১

ব্যবসায়ীদের রাস্তা অবরোধ-বিক্ষোভ


সরকার ঘোষিত চলমান কঠোর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলী রোডে কয়েক শ ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। নিউমার্কেট এলাকাতেও রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, গরিব মারার নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না। আগে মানুষের পেটে ভাত দিন, তার পরে নিষেধাজ্ঞা। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেটা এখনো পুষিয়ে না উঠতেই আবারো নিষেধাজ্ঞা। তারা আরো বলেন, সামনে ঈদ আসছে। তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। এই ভরা মৌসুমে নিষেধাজ্ঞা মানি না। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর আওতায় গণপরিবহন চলাচল ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় গতকাল চার ঘণ্টা দোকান খোলা রাখার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিউমার্কেট এলাকার কয়েক শ ব্যবসায়ী ও দোকান কর্মচারী। বেলা ১১টা থেকে তারা নিউমার্কেটের সামনের অবরোধ করে রেখেছেন। তারা ‘লকডাউন মানি না, দোকান খোলা রাখতে হবে’ বলে স্লোগানও দেন তারা।

গাউছিয়া মার্কেটের একটি দোকানের কর্মচারী রাহাত আহমেদ বলেন, ‘কনফেকশনারি, খাবার  হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, এমনকি সেলুন পর্যন্ত খোলা আছে। তাহলে আমরা কেন বঞ্চিত হব। অবিলম্বে মার্কেট খুলতে হবে, তা না হলে আমরা রাস্তা ছাড়ব না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১