বাংলাদেশের খবর

আপডেট : ০৬ এপ্রিল ২০২১

হিলি স্থলবন্দর

একমাসে রাজস্ব আয় ৬২ কোটি টাকা


হিলি স্থলবন্দরে মার্চ মাসে পণ্য আমদানি হয়েছে এক লাখ ৯১ হাজার ৫২২ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৬১ কোটি ৩৪ লাখ ৩১ হাজার টাকা। গত মার্চ মাসে এই বন্দরে পণ্য আমদানি হয়েছে এক লাখ ৯১ হাজার ৫২২ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৬১ কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা। মার্চ মাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৫৫ হাজার হাজার মেট্রিকটন। রাজস্ব আদায় ৫১ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা। পাথর আমদানি ১ লাখ ৬৩৯ মেট্রিকটন, তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ১৪২ টাকা। পেঁয়াজ আমদানি ৭ হাজার ৪২৪ মেট্রিকটন, আর তা থেকে রাজস্ব আদায় ১ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, গত অর্থবছরে ভারত থেকে যে পরিমাণ পণ্যবাহী গাড়ি এই বন্দর প্রবেশ করেছে, চলতি অর্থবছরেও একই পরিমাণ গাড়ি এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১