বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২১

বাসায় ফিরলেন আবুল হায়াত


করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। সপ্তাহখানেক হাসপাতালে থাকলেও করোনামুক্ত হননি তিনি। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে জানান এ অভিনেতা। গত মঙ্গলবার চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছেন আবুল হায়াতকে। বাসায় এ অভিনেতাকে থাকতে হবে আইসোলেশনে। পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকতে হবে বলে জানিয়েছেন। আবুল হায়াত জানান, ‘করোনা নেগেটিভ ফলাফল এখনো আসেনি। চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও আইসোলেশনে থাকতে হবে নেগেটিভ ফল পাওয়া পর্যন্ত। সঙ্গে চলবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধসেবন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবার কাছে দোয়া চাই, আবার যেন শিগগির করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

আবুল হায়াত গত বছর করোনার শুরুতেই নাটকের শুটিং থেকে দূরে ছিলেন তিনি। তিনি সতর্কতা মেনে হাতে গোনা কিছু নাটকে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে নিয়মিত চ্যানেল আইয়ের একটি ধারাবাহিকের শুটিং করতেন। সেই শুটিংয়েও তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করত শুটিং ইউনিট। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ধারাবাহিকটির নাম রুপালি জ্যোৎস্নায়। এ ছাড়া গত এক বছরে হাতে গোনা কিছু একক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। শুটিং না থাকায় বেশির ভাগ সময় তিনি বাসাতেই কাটাতেন। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বই পড়ে ও বই লিখে তার সময় কাটত। চলতি বইমেলায় এই অভিনেতার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। গল্পের বইটির নাম স্বপ্নের বৃষ্টি এবং নাটকের বইয়ের নাম দুটি মঞ্চ নাটক।

গত ৩১ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হার্টে স্ট্যান্ট পরানো বলে চিকিৎসকরা এই অভিনেতাকে নিয়ে অনেকটাই সাবধান ছিলেন। তা ছাড়া হাসপাতালে ভর্তির সময় তার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর ছিল। একসময় তার জন্য প্লাজমার প্রয়োজন দেখা দেয়। সেটা স্বল্প সময়ের মধ্যেই পাওয়া যায়। এসব কারণে শুরু থেকেই চিকিৎসকরা খুব গুরুত্বের সঙ্গে তার সেবা করেছেন। এ জন্য চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন আবুল হায়াত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১