বাংলাদেশের খবর

আপডেট : ১৪ এপ্রিল ২০২১

ঝালকাঠিতে লকডাউন বাস্তবায়নে কঠোর পুলিশ


ঝালকাঠিতে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সরকারি বাধা নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহর ও শহরতলিতে চলছে পুলিশের টহল।বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট । রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।

গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে- নিত্যপয়োজনীয় দ্রব্যাদির দোকান।

সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো জেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে সকাল থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে কাজ করছেন

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ওসি মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১