বাংলাদেশের খবর

আপডেট : ১৪ এপ্রিল ২০২১

ঘোড়াঘাটে অবৈধ ডিস লাইনের কন্ট্রোল রুম উচ্ছেদ, লাখ টাকার মালামাল জব্দ


দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ডিস লাইনের কন্ট্রোল রুম উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম।

আজ বুধবার সকালে (১৪ এপ্রিল) ঘোড়াঘাট পৌর এলাকার বাগানবাড়ির ইবারক মিয়ার বাড়িতে অবস্থিত ইমা ক্যাবল নেটওয়ার্কে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউএনও রাফিউল আলম। পরে বৈধ কগজপত্র দেখাতে না পারায় ওই ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোল রুম উচ্ছেদ করা হয়। এছাড়াও ডিস লাইন সরবরাহের কাজে ব্যবহারিত প্রায় লক্ষাধিক টাকার যন্ত্রাদি জব্দ করে।

পাশাপাশি বাড়িতে থাকা আবাসিক বিদ্যুৎ লাইনের মাধ্যমে ডিস লাইনের বানিজ্যিক ব্যবসা করায়, ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, ইমা ক্যাবল কতৃপক্ষ বৈধ কাগজ দেখাতে অক্ষম হওয়ায়, আমরা তাদের ডিস সরবরাহ কাজে ব্যবহারিত যন্ত্রাদি জব্দ করেছি। পাশাপাশি তাদেরকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। তারা যদি আগামী ৩০ দিনের মধ্য বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হলে তাদের সকল যন্ত্রাদি ফেরত দেওয়া হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১