বাংলাদেশের খবর

আপডেট : ১৬ এপ্রিল ২০২১

চাঁদপুরে ১ হাজার ৫শ’ কেজি জাটকাসহ আটক ২


সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে একটি পিকআপ ভ্যান ভর্তি ১ হাজার ৫শ' কেজি ইলিশের পোনা জাটকাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই লিলুছুর রহমানসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-২১-০০৯৭) থাকা ১০টি ড্রামে ১ হাজার ৫শ’ কেজি জাটকাসহ ২ জনকে আটক করা হয়।

দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে জব্দকৃত মাছগুলো বিতরণ করা হয়।

আটককৃতরা হলো - চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাখরপুর গ্রামের রুবেল গাজী (২৮) ও চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইদ্রিস মিয়া (২১)। জাটকাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানান।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জাটকাগুলো রাতের আধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রয় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাটকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১