বাংলাদেশের খবর

আপডেট : ১৮ এপ্রিল ২০২১

জান্নাতে রোজাদারদের জন্য রয়েছে বিশেষ দরজা


খালিদ ইবনে মাখলাদ (রহ.)...সাহল (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে। তাঁদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তাঁরা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাঁদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে।’ (সহিহ বুখারি, হাদিস নং-১৭৭৫)

ইবরাহীম ইবনে মুনযীর (রহ.)...আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাঁকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা! এটাই উত্তম। অতএব যে সালাত আদায়কারী, তাঁকে সালাতের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ তাঁকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যে সিয়াম পালনকারী, তাঁকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে। যে সাদকাদানকারী তাঁকে সাদকা দরজা থেকে ডাকা হবে। এরপর আবু বকর (রা.) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান, সব দরজা থেকে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ। আমি আশাকরি তুমি তাঁদের মধ্যে হবে।’ (সহিহ বুখারি, হাদিস নং-১৭৭৬)

শিক্ষা : রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের একটি। রোজা আল্লাহরতায়ালার এক বিশেষ ইবাদত। রোজদারদের প্রতিদান দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। জান্নাতে রোজাদারদের জন্য রাইয়ান নামক একটি বিশেষ দরজা রয়েছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই প্রবেশ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১