বাংলাদেশের খবর

আপডেট : ১৮ এপ্রিল ২০২১

টিটি পাখির ছানা অবমুক্ত


বাউফলে কয়েক খুদে পরিবেশকর্মীর উদ্যোগে মুক্ত হলো টিটি পাখির তিন ছানা। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার ধানদী গ্রামের মোবাইল টাওয়ারসংলগ্ন এলাকার বজলুর রহমান মৃধার বাড়ি থেকে টিটি পাখির ছানাগুলোকে উদ্ধার করে বাড়ির দক্ষিণ পাশের খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে মা টিটি পাখিটির সঙ্গে।

শিশুরা জানায়, জোয়ারের পানিতে তলিয়ে গাছ মরে যেতে থাকলে বাসা তৈরি করে টিটি পাখির ডিম ফুটানো ক্ষেতের মুগডাল তুলে নেয় কৃষক। এতে বিপর্যস্ত হয়ে দিিবদিক ছুটোছুটি করছিল উড়তে না জানা টিটির তিন ছানা। একটি কুকুর ছানাগুলোর দিকে ছুটে এসে পিছু নিলে ফারজানা যুঁথি নামে যষ্ঠ শ্রেণিপড়ুয়া এক শিশুর চোখে পড়ে এবং ছানাগুলোকে ধরে বাড়িতে নিয়ে রশিতে বেঁধে রাখে। এরপর বাড়ির ও আশপাশের উৎসুক শিশুদের কৌতূহল আর খেলার সামগ্রী হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল ছানাগুলো। খবর পেয়ে ‘সেভ দি বার্ড অ্যান্ড বি’ নামে স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের রবিউল, শুভ, ইব্রাহিম ও ইসমাইলসহ কয়েক খুদে কর্মী সেখানে উপস্থিত হয় এবং বাড়ির শিশুদের বুঝিয়ে টিটির ছানাগুলো উদ্ধার করে বাড়ির দক্ষিণ পাশের খোলা মাঠে নিয়ে মা পাখির কাছে অবমুক্ত করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১