বাংলাদেশের খবর

আপডেট : ২০ এপ্রিল ২০২১

ফ্লয়েডকে হত্যাকারী সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শুনানি শুরু


মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যাকারী সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আদালতের শুনানি শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে হেনাপিন কাউন্টির আদালতে প্রথমদিনের শুনানি শুরু হয়।

১২ সদস্যের বিচারকের প্যানেলে চার ঘণ্টার শুনানিতে দুই পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরেন। চৌভিনের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করছেন। তারা বলছেন, তিনি বাহিনীকে ১৯ বছর সেবা দিয়েছেন।

অপরদিকে বাদি পক্ষের আইনজীবী বলেন, চৌভিন তার ইগোর কারণেই ফ্লয়েডের ঘাড়ে ও পিঠে ৯ মিনিট ২৯ সেকেণ্ড হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে আবারও পুলিশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

সোমবারও মিনিয়াপোলিসে পুলিশের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। গত বছর ২০শে মে মিনেসোটা শহরে মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে মারা যান কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লোয়েড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১